বান্দরবানে দুর্ঘটনায় নিহত ৪

ঈদের দিন বান্দরবানের লামায় একটি মিনিবাস দুর্ঘটনায় পড়ে তিন কিশোরসহ চার জন নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবান্দরবান ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 07:47 AM
Updated : 26 June 2017, 03:56 PM

লামা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ১০টার দিকে পর্যটন এলাকা মিরিঞ্জার কাছে এ দুর্ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হন।

নিহতরা হলেন আলীকদম উপজেলার নয়াপাড়ার আবদুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (১৩), একই এলাকার মো. শফির ছেলে মো. সরোয়ারে (১৫), আলীকদমের পনবাজারের মোজাম্মেল হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম (১৩) এবং চকরিয়ার ভেউলা মানিকচরের আজিজুর রহমানের ছেলে মঞ্জুরুল আলম (৫০)।

ওসি জানান, আলী কদম থেকে চকরিয়ার দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

“স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠালে সেখানে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চকরিয়ায় একজন এবং চট্টগ্রামের কাছাকাছি পৌঁছলে আরেকজনের মৃত্যু হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. ছাবের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লামায় দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে বাকি নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।