যাত্রীর কাছ থেকে ঘুষ আদায়, বেনাপোলে ২ পুলিশ প্রত্যাহার

যশোরের বেনাপোল বন্দরে যাত্রী টার্মিনালে এক ভারতীয় নাগরিকের কাছে ঘুষ দাবির অভিযোগে দুই আর্মড পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 06:01 AM
Updated : 26 June 2017, 06:01 AM

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে বিজিবির এফএস (গোয়েন্দা) সদস্য আব্দুল করিম জানান।

প্রত্যাহার হওয়ার দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আশরাফুল ও কনস্টেবল রায়হান।

বিজিবি সদস্য করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনার সরুহাট গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস রোববার বেনাপোলে ঢেকেন।

“এ সময় তার কাছে এক বোতল মদ থাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওই দুই সদস্য তাকে আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে যায়। পরে মামলার ভয় দেখিয়ে দুই হাজার টাকা দাবি করে।”

সজল বিকাশের মাধ্যমে এক হাজার ৯০০ টাকা পরিশোধ করেন বলে আব্দুল করিম জানান।

তিনি বলেন, খবর পেয়ে ওই ভারতীয় যাত্রীসহ আর্মড পুলিশের সদস্যদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের উপ-পরিদর্শক আজাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাটালিয়ন সুপারের নির্দেশে আশরাফুল ও রায়হানকে রোববার বিকালেই প্রত্যাহার করে খুলনার শিরোমনি সদরদপ্তরে পাঠানো হয়েছে।”