ক্রিকেট খেলার ঝগড়ায় পিটিয়ে হত্যা প্রকৌশলীকে

ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জেরে জামালপুরে সদ্য পাশ করা এক ডিপ্লোমা প্রকৌশলীকে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 01:39 PM
Updated : 25 June 2017, 01:39 PM

সদর উপজেলার পূর্ব বিনন্দেরপাড়া গ্রামে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন আহাম্মেদ (২৩) সদর উপজেলার পূর্ব বিনন্দেরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

সম্প্রতি তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা অর্জন করেছেন।

আলামিনের ভাই রাব্বিল হোসেন বলেন, শনিবার বিকালে বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলছিলেন তার ভাইসহ এলাকার যুবকরা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ একই এলাকার আব্দুল হামিদের ছেলে মাফিকুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে মাফিকুল ইসলাম ও তার সহযোগীরা ক্রিকেটের স্ট্যাম্প এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন আলামিনকে।”

রাব্বিল বলেন, আহত আলামিনকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেকানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আলামিন আহাম্মেদের লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে যান স্বজনরা। ঘটনার পর থেকে মাফিকুল ইসলাম ও তার সহযোগীরা পালিয়ে গেছেন।  

জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনও থানায় অভিযোগ হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।