গোপালগঞ্জে সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে এক সেনাসদস্যসহ নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 10:10 AM
Updated : 25 June 2017, 10:10 AM

মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন মোল্লা বাদী শুক্রবার কাশিয়ানী থানায়  এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন  মোল্লা (৭০), নুর ইসলাম মোল্লা (৪৮),  মনির মোল্লা (৩৮), শফিকুল মোল্লা ও শাকিব মোল্লা (১৯) নামাজ শেষ গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে সেনাসদস্য একই গ্রামের বাসিন্দা শিপন শেখের নেতৃত্বে ৮/১০ জন রামদা ও লাঠিসহ দেশি অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালান।

এতে মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন মোল্লাসহ চারজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসামি শিপন শেখ যশোর ডিভিশনের অধীনে সেনা সিগন্যাল কোরের সার্জেন্ট। বর্তমান গোপালগঞ্জ শহরের হাজী লাল মিয়া সিটি কলেজে বিএনসিসির প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এ ব্যাপারে শিপন শেখের মোবাইল ফোনে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।