হত্যা মামলায় কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের পর দুইজন নিহতের ঘটনায় করা মামলায় মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 04:32 PM
Updated : 24 June 2017, 04:32 PM

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার উপজেলা চেয়ারম্যান কামারুল আত্মসমর্পণ করেন। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চেয়ারম্যান কামারুল আরেফীন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওসি রফিকুল বলেন, গত ১৮ জুন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শাহিন (২৮) নামের একজন নিহত হন। এ সময় আতিয়ার মালিথা (৪৫)  নামে একজন গুলিবিদ্ধসহ আরও পাঁচজন আহত হন।

“এ ঘটনায় ২২ জুন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে উপজেলা চেয়ারম্যান কামারুলকে প্রধান আসামি করা হয়েছিল।”

ওই মামলায় বিকাল সাড়ে ৩টার দিকে কামারুল থানায় আত্মসমর্পণ করেন বলে জানান তিনি।