চন্দ্রা ভালো মানে বাংলাদেশ ভালো: ওবায়দুল কাদের

গাজীপুরের চন্দ্রায় বরাবরের মতো এবার যানজট না থাকাটা ‘সারাদেশে মহাসড়কের পরিস্থিতি ভালোর’ প্রতীক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 01:14 PM
Updated : 24 June 2017, 01:14 PM

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আজকে বাংলাদেশের কোথাও যানজটের খবর নেই। মাঝে-মধ্যে কোথাও কোথাও খুব বেশি চাপে পড়লে গাড়ির ধীর গতি হয়। কিন্তু এটাকে যানজট বলা ঠিক হবে না। রাস্তায় এত গাড়ি যাচ্ছে, এত মানুষ যাচ্ছে। প্রেসার তো কিছু হবেই।

“আমি তো বলি চন্দ্রা ভালো মানে বাংলাদেশ ভালো। এটাই হচ্ছে ভালোর প্রতীক। এখানেই সমস্যটা হয়। এখানে এবার একেবারেই যানজট হচ্ছে না।”

যাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা রাস্তায় চলেন, গাড়িতে যাবেন, তারা নিজেরা নিজেদের সেফটির ব্যাপারে সতর্ক থাকতে হবে।

“ঝুঁকি নিয়ে আপনারা কেউ পরিবহনে উঠবেন না। ট্রাকে ঝুঁকি নিয়ে উঠবেন না। গাড়ির ছাদে উঠবেন না। এটা বিপদের কারণ হতে পারে।”

রংপুরের পীরগঞ্জের দুর্ঘটনার কথা উল্লেখ করে কাদের বলেন, সেখানে কিছু গরীব মানুষ এক্সিডেন্টে মরল। তারা অল্প ভাড়ায় সিমেন্টবাহী ট্রাকের মধ্যে উঠে বসেছে। তাদের আর্থিক অবস্থা খারাপ।

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে সড়ক ও জনপথের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেনসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে নারায়ণগঞ্জে পুলিশের মহাপিরিদর্শক এ কে এম শহীদুল হকও যাত্রীদের বাস, ট্রেন ও লঞ্চের ছাদে না ওঠার আহ্বান জানান।