কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ সাংবাদিক আটক

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ স্থানীয় এক সাংবাদিককে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 09:54 AM
Updated : 24 June 2017, 09:54 AM

শনিবারবিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি রণজিত বড়ুয়া।

আটক নজির আহমদ সীমান্ত (৪৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের লেজীরপাড়ার মোহাম্মদ আশারাফের ছেলে।

তিনি টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এবং দৈনিক সমকাল পত্রিকা ও বেসরকারি টেলিভিশন গাজী টিভির উপজেলা প্রতিনিধি ছিলেন। তাছাড়া কক্সবাজার থেকে প্রকাশিত ‘সীমান্ত’ নামের একটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

নজির আহমদকে আট মাস আগে গাজী টিভির টেকনাফ উপজেলা প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন চ্যানেলটির চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য টিটু।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, সকালে ঢাকাগামী বেসরকারি নভোএয়ায়েরর যাত্রী নজির আহমদকে নিরাপত্তা তল্লাশির সময় তার শরীরে লুকানো অবস্থায় ১০৭ইয়াবা পাওয়া যায়।

“এসময় তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন এবং সীমান্ত নামের একটি স্থানীয় পত্রিকা ও বেসরকারি টেলিভিশন গাজীটিভির একটি পরিচয়পত্রও দেখান।”

পরে তাকে পুলিশের কাছে হস্তান্ত করা হয় বলে জানান তিনি।

ওসি রণজিত বলেন, আটক ব্যক্তির সাংবাদিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয়েছি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।