ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি, পদ্মার ঘাটে কমেছে গাড়ি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। পাটুরিয়া ও শিমুলিয়া ফেরি ঘাট দিয়ে পারাপারে জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হলেও রাতে তা কমে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 06:19 PM
Updated : 23 June 2017, 06:19 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা ট্রাফিক পুলিশের পরির্দশক রাত সাড়ে ১০টার দিকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে থেকে লালপুর পর্যন্ত যানবাহনের চাপ দিনের চেয়ে বেড়েছে।

“ধীরগতিতে যানবাহন চলছে। তবে কোনো ধরনের যানজট নেই।”

গত দুইদিন ফেনীর ফতেহপুরে থেকে লালপুর পর্যন্ত যানজট ছিল।

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী টোল প্লাজা থেকে রাজারহাট পর্যন্ত চার কিলোমিটারে শুক্রবার সকালে যানজট ছিল, যা বিকালের পর থেকে কমতে শুরু করে।

মহাসড়কের এ অংশে কোনো যানজট নেই বলে জানিয়েছে কুমিল্লা হাইওয়ে পুলিশের এসআই মো. সফিকুল। 


“যানবাহন চলছে ধীরগতিতে। তবে কোথাও দীর্ঘ যানজট নেই।”

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাসেম উদ্দিন বলেন, যানবাহনের অত্যাধিক চাপ, তবে দীর্ঘ যানজট নেই।

“মেঘনা সেতু দুই লেনের, মহাসড়ক চার লেন। সড়ক থেকে সেতুতে উঠার সময় কিছুটা জটলা সৃষ্টি হয়। এ কারণে সেতুতে প্রবেশের আগে যানবাহন ধীরগতিতে চলছে।”

রাত ১১টার দিকে শিমুলিয়া ফেরি ঘাটে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণাঞ্চলের ঈদযাত্রীরা দিনের বেলায় পদ্মা নদী পার হওয়ার আগে ঘাটে এসে দীর্ঘ অপেক্ষার মুখে পড়লেও এখন গাড়ির চাপ কমে গেছে।

“বর্তমানে ঘাটে ৩০টির মতো যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।”

মানিকগঞ্জ প্রতিনিধি,

ঈদযাত্রায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে দিনভর ধাকা যাত্রীবাহী বাসের চাপ রাতে কমে গেছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, রাতে ১০টার দিকে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা কমে গেছে। এখন ৫০টির মতো বাস ঘাটে আছে।