ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ শিশু

গাজীপুরের টঙ্গীতে ঘরের ছাদে খেলতে গিয়ে উচ্চ ভোল্টের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 03:47 PM
Updated : 23 June 2017, 03:47 PM

মিরাশপাড়া বৌবাজারে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো-স্থানীয় আমির হোসেনের বাড়ির ভাড়াটে আব্দুর রশিদের মেয়ে সীমা (১১) ও আলমগীর হোসেনের ছেলে শাওন (১০)। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

সীমার বাবা আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, আমির হোসেনের ভাড়া বাড়ির ছাদের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন চলে গেছে।

সন্ধ্যা ৭টার দিকে সীমা ও শাওন ছাদের উপর খেলা করছিল।

“এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠিটি বিদ্যুতের তারে লেগে বিকট শব্দে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নীচে পড়ে যায়।”

পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, সীমার শরীরের ৯৯ শতাংশ এবং শাওনের ৫০ শতাংশ পুড়ে গেছে।

উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।   

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার এ খবর পাননি বলে জানান।