ঈদে নাশকতার আশঙ্কা নেই: আইজিপি

ঈদে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নাকচ করে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 03:04 PM
Updated : 23 June 2017, 03:04 PM

শুক্রবার গাজীপুরের চন্দ্রায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শহিদুল হক বলেছে, “আমরা দেশব্যাপী ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি ঈদে আইনশৃঙ্খলার কোনো অবনতি হবে না। এখন পর্যন্ত আমাদের কাছে নাশকতার কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই।”

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপদ বিভাগকে পুলিশ ‘সাধ্যমত’ সহায়তা করছে জানিয়ে আইজিপি বলেন, “রাস্তার অবকাঠামোগত সীমাবদ্ধতা, ত্রুটির কারণে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা বেশি সেখানে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও সংশ্লিষ্টদের নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে।”

চন্দ্রায় বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। যে কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নেই বলে দাবি করেন শহিদুল হক।

এবারের ঈদযাত্রায় ভোগান্তি অনেক কম হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।