বগুড়ায় পৃথক দুর্ঘটনায় ৫ জন নিহত

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 01:30 PM
Updated : 23 June 2017, 01:30 PM

শুক্রবার শেরপুর, শাজাহানপুর ও বগুড়া সদরে দুর্ঘটনাগুলো ঘটে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।

শেরপুর থানার পরির্দশক (তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, দুপুরে শেরপুর উপজেলার হাজীপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

“এতে আহত পাঁচজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।”

হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

অপরদিকে ভোরে বগুড়া সদরের বগুড়া-রংপুর মহাসড়কে নওদাপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে প্রকাশ(২৫) মারা মারা যান বলে হাইওয়ে পুলিশের পরির্দশক বিকর্ণ চৌধুরী।

নিহত প্রকাশ শেরপুর উপজেলার সোহাগের মিয়ার ছেলে। তিনি বাস চালকের সহকারী ছিলেন।

এ দুর্ঘটনায় আহত ১০ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান বিকর্ণ।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বিকাল ৩টায় উপজেলার রানীরহাট এলাকায় রিকসাসহ খাদে পড়ে অনিল চন্দ্র (৪০) আহত হয়। পরে জিয়ারউর রহমান মেডিকেলে তার মৃত্যু হয়।