মাগুরায় বিদুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 08:27 AM
Updated : 23 June 2017, 08:27 AM

নিহত আসলাম মিয়া (৪০) উপজেলার নরশিনহাটি গ্রামের ফুলমিয়ার ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আল মামুন জানান, শুক্রবার ভোরে আসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আসলামের প্রতিবেশী হান্নান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোর ধরতে আসলাম বাড়ির গোয়াল ঘরের টিনের দরজা বিদ্যুতায়িত করে রাখেন।

“শুক্রবার ভোরের দিকে শব্দ শুনে চোর এসেছে ভেবে ধরতে ঘুমের ঘোরে দৌঁড়ে গোয়াল ঘরের সামনে যান তিনি। এ সময় অসাবধানতাবশত দরজায় হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।”

তাকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিদর্শক হোসেন জানান।