পদ্মার ২ ঘাটে সহস্রাধিক গাড়ি

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক গাড়ি, যার বেশির ভাগই প্রাইভেট কার।

মানিকগঞ্জ প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 05:29 AM
Updated : 23 June 2017, 08:51 AM

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে।

“সকালে ছোট-বড় মিলিয়ে সাত শতাধিক গাড়ি এলেও বেলা ২টা নাগাদ তাদের বেশির ভাগই পার করা হয়। এখনও পার হওয়ার অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক গাড়ি। এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যাই বেশি।”

তবে ১৮টি ফেরি সক্রিয় থাকায় এবং বেশির ভাগই প্রাইভেট কার হওয়ায় খুব শিগগিরই তাদের পার করা যাবে বলে তিনি মনে করছেন।

পাটুরিয়ায় অর্ধ সহস্রাধিক প্রাইভেট কার

বিআইডব্লিউটিসির আরিচা ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, শুক্রবার সকালে প্রায় একই সময় সহস্রাধিক প্রাইভেট কার আসে। অন্যান্য যানবাহনের চাপও বাড়ে।

“বেলা ২টা নাগাদ ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক প্রাইভেট কার ও প্রায় দেড়শ বাস।”

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের চাপ বাড়ছে বলে তিনি জানান।