পলায়মান ট্রাকের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে পলায়মান একটি ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবকের প্রাণ গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 03:10 PM
Updated : 22 June 2017, 03:10 PM

রাজারহাট-তিস্তা সড়কের মণ্ডলের বাজার এলাকায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে রাজারহাট থানার ওসি মোখলেসুর রহমান জানান।

নিহত জয়নাল আবেদীন (২৮) রাজারহাট ইউনিয়নের দেবীচরণ গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।  তিনি রংপুর কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মোখলেসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মণ্ডলের বাজার এলাকায় ট্রাফিক পুলিশের টিএসআই জিয়াউর রহমান বিভিন্ন যান থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন।

“এক পর্যায়ে রাজারহাটগামী একটি ট্রাককে থামতে বললে চালক না থামিয়ে চলে যেতে থাকে। জিয়াউর ট্রাকটিকে ধাওয়া করলে চালক বেপরোয়া গতিতে চালাতে শুরু করে।

“এ সময় ট্রাকটি বাইসাইকেল আরোহী জয়নালকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। 

পরে টিএসআই-এর বিচারের দাবিতে রাজারহাট-তিস্তা সড়ক সোয়া তিন ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায় বিক্ষোভকারীরা। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা গিয়ে ট্রাফিক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।