বজ্রপাতে ভৈরবে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বজ্রপাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 02:42 PM
Updated : 22 June 2017, 02:42 PM

নিহত মোস্তফা কামাল আঙ্গুর (৪৫) উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের লায়েছ বেপারীর ছেলে।

বৃহস্পতিবার সকালে শহরের উত্তর ভৈরবপুরে নিজ বাসভবনে এ দুর্ঘটনা ঘটে।

আঙ্গুরের স্ত্রী বেবী আক্তার সাংবাদিকদের জানান, সকালে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে তাদের বাড়ির ছাদে পানি জমে যায়।

“সকাল ৯টার দিকে জমে থাকা পানি সরাতে তিনি ছাদে ওঠেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।”

সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন স্ত্রী।

স্ত্রী ছাড়াও আঙ্গুরের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

মোস্তফা কামাল আঙ্গুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজি শাহিন ও সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান এবং জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নাজমুল আলম।