ভারতগামী বাসের ধাক্কায় বেনাপোল বন্দরের গাড়ি চালকের মৃত্যু

ভারতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বেনাপোল বন্দরের উপ-পরিচালকের গাড়ির চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন দুইজন।     

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 09:30 AM
Updated : 22 June 2017, 09:30 AM

যশোর বেনাপোল সড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছী এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান।

নিহত চালক জাহিদুল ইসলাম (৪০) খুলনার ডুমুরিয়া সদরের মোতালেব হোসেনের ছেলে।

বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম (৫০) ও তার দেহরক্ষী আনসার সদস্য সাইফুল ইসলামকে (৩০) আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমিনুল ইসলাম বন্দরের জিপে করে যশোর যাচ্ছিলেন।

“পথে বিপরীত দিক থেকে আসা আগরতলা-ঢাকা-কলকাতা রুটের একটি ভারতীয় বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জিপ চালক জাহিদুলের মৃত্যু হয়।”

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, দুর্ঘটনার পর নাভারন হাইওয়ে পুলিশ ওই বাসের চালক বিশ্বজিতকে আটক করে এবং বাসটি থানায় নিয়ে যায়।

ওই বাসে ৩৫ জন যাত্রী ছিলেন এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের বিকল্প ব্যবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে বলে নাভারন হাইওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানিয়েছেন।