মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের লাশ ফেরত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে তারা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 03:29 PM
Updated : 21 June 2017, 03:34 PM

বুধবার সন্ধ্যায় সীমান্তের ৮৮ নম্বর মেইন পিলারের পাশে বিএসএফ লাশ হস্তান্তর করে বলে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান।

ফারুক বলেন, সেখানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার ওসি অরবিন্দু বসুর কাছ থেকে লাশ দুটি তিনি বুঝে নিয়েছেন।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার সকালে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের গুলিতে নিহত হন খোশালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা ও শ্যামকুড় গ্রামের কাওসার আলির ছেলে হারুন অর রশিদ নিহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় অপর দুজন অন্যদের সঙ্গে পালিয়ে আসেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি এবং সেইসঙ্গে ওই দুই কিশোরের লাশ ফেরত চায় বিজিবি।