পাঁচ দিনেও সন্ধান মেলেনি ২ যুবদলকর্মীর

ফেনীর সোনাগাজীতে তুলে নেওয়ার পাঁচ দিনেও দুই যুবদলকর্মীর সন্ধান পাওয়া যায়নি বলে স্বজনরা জানিয়েছেন।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 03:28 PM
Updated : 21 June 2017, 03:37 PM

এরা হলেন সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের সুজাউল হকের ছেলে আজিজুল হক দাউদ (৩০) ও দাগনভূঞার জায়লস্কর গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক মোহন (৩৫)।

পুলিশ পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবি।

নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, গত ১৭ জুন সকাল সাড়ে ১০টার দিকে সোনাগাজী মডেল থানার এএসআই জাহাঙ্গীর আলম ও এএসআই মো. শাহাজানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কামলা বাড়ি থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পুলিশ তাদেরকে আটকের কথা অস্বীকার করে।

এতে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

দাউদের স্ত্রী আফরোজা বেগম, শাশুড়ি রওশন আরা বেগম জানান, আজিজুল হক দাউদ দুই সন্তানের জনক এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পেশায় দিনমজুর। গত ৫/৬ বছর যাবৎ শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।

মোহনের বাবা আবুল কালাম, বোন মনোয়ারা বেগম বলেন, মোহন দুই সন্তানের জনক। তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের ফেনী শহর শাখার সাংগঠনিক সম্পাদক।

নিখোঁজের দিন তিনি রামচন্দ্রপুর গ্রামে জেঠাত বোন রওশন আরা বেগমের বাড়ি বেড়াতে গিয়েছিলেন বলে জানান তারা।  

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এসব নামের কোন লোককে সোনাগাজী থানা পুলিশ আটক করেনি।