টাঙ্গাইলে দর্জি নিখিল হত্যায় অভিযোগপত্র দাখিল

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ‘জেএমবি জঙ্গিদের’ হামলায় নিহত দর্জি নিখিলচন্দ্র জোয়ার্দার হত্যামামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 08:20 AM
Updated : 21 June 2017, 08:20 AM

গোপালপুরেরজ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমারসিংহ এ অভিযোগপত্র দেন বলেজানান টাঙ্গাইলের আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এখনওএ বিষয়ে শুনানির দিন ঠিক হয়নি।

ওসি অশোক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তিনজনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়াহয়েছে। তাদের মধ্যেটাঙ্গাইলের এলেঙ্গা এলাকার মোসলেমউদ্দিন (৩৫) ও নাজমুল হাসান (২৪) গ্রেপ্তারথাকলেও মতিয়ার রহমান এখনও পলাতক।

“এছাড়ানজরুল ইসলাম ওরফে বাইকনজরুল নামে একজন পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহতহওয়ায় তাকে অব্যাহতি দেওয়াহয়েছে।”

হত্যাকাণ্ডে জড়িতথাকার কথা স্বীকার করে মোসলেম উদ্দিন জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি অশোক।

২০১৫ সালের ৩০ এপ্রিলগোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে মোটরসাইকেলেআসা তিন তরুণ দর্জিনিখিলচন্দ্র জোয়ার্দারকে দোকান থেকে ডেকেনিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনারদিনই নিখিলের স্ত্রী আরতি জোয়ার্দারঅজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে গোপালপুর থানায় হত্যামামলা দায়েরকরেন।