নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চূর্ণবিচূর্ণ, নিহত ২

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 06:20 AM
Updated : 21 June 2017, 06:26 AM

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী বাজারে রংপুর-সৈয়দপুর মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাসটিকে পেছন থেকে এসে একটি ট্রাক ধাক্কা দেয়। মাইক্রোবাসটি দমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই এর দুই যাত্রী মারা যান।

ঘটনার পরপরই সৈয়দপুর ও তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে তিনি জানান।

নিহতরা হলেন - মামুনুর রশীদ (৪২) ও মনিরুল ইসলাম (৪০)। পুলিশ তাদের ঠিকানা বলতে পারেনি।

এছাড়া আবু সাইদ (২৯), হানিফ (৩০) ও আব্দুল হাই (৩৪) আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি আমিরুল।

প্রথমে তাদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয় বলেও তিনি জানান।

ওসি আমিরুল বলেন, ভোরে আশপাশে লোকজন না থাকায় ট্রাকটি হতাহতদের ফেলেই নির্বিঘ্নে পালিয়ে যায়।