নিখোঁজের ৩ দিন পর সাতক্ষীরার নদীতে লাশ

নিখোঁজের তিন দিন পর সাতক্ষীরার নদী থেকে এক রেণু বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 05:56 AM
Updated : 21 June 2017, 05:58 AM

শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, বুধবার সকালে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াসিন গাজী (৩৫) পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে। তিনি চিংড়ি রেণু বিক্রি করতেন।

আটক মনির গাজী একই গ্রামের আব্দুল গাজীর ছেলে।

নিহত ইয়াসিনের চাচা ফজলু গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াসিনের সঙ্গে একই এলাকার ফারুক, বিল্লাল ও মনিরের ব্যবসায়িক লেনদেন ছিল।

এরই জেরে তারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দিয়েছে বলে তার অভিযোগ।

ওসি মান্নান পুলিশের প্রাথমিক তদন্তের বকরাতে বলেন, ইয়াসিন স্থানীয় কয়েকজনের কাছে টাকা পেতেন। গত সোমবার রাতে তাকে ওই এলাকার ফারুক, বিল্লাল ও মনির ডেকে নিয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

“ইয়াসিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আটক মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মান্নান।