আটটি ড্রেজার পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত

অবৈধভাবে বালু তোলার অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আটটি ড্রেজার জ্বালিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 01:36 PM
Updated : 20 June 2017, 01:37 PM

একই আদালত শিমুলিয়া ঘাটে পাঁচটি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা এবং ৫২টি অবৈধ দোকান উচ্ছেদও করেছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন মঙ্গলবার দিনভর গাওদিয়া, গোয়ালী মান্দ্রা, মৌছামান্দ্রা ও শিমুলিয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

মনির হোসেন জানান, উপজেলার গাওদিয়া, গোয়ালী মান্দ্রা মৌছামান্দ্রা খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু কাটার অপরাধে আটটি অবৈধ দেশি ড্রেজার জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়া শিমুলিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে পাঁচটি দোকান ও রেস্টুরেন্টকে ময়লা ও পচাবাসী খাবার বিক্রির অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ঘাট এলাকার ফুটপাত থেকে ৫২টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়।