যশোরে মাদক বিক্রেতার যাবজ্জীবন

ফেনসিডিল রাখার দায়ে যশোরে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 12:18 PM
Updated : 20 June 2017, 12:18 PM

মঙ্গলবার যশোরের স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ নিতাইচন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ওরফে জনি চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।

জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি।

একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান পিপি এসএম বদরুজ্জামান পলাশ।

মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে যশোর-চৌগাছা সড়কের মান্দারতলা এলাকায় টহল দিচ্ছিল গোয়েন্দা পুলিশের একটি দল। ওই সময় তারা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জাকিরকে আটক করে।

“পরে তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে একটি পলিথিনে থাকা প্রায় চার লিটার ফেনসিডিল পাওয়া যায়।”

ওই ঘটনায় ডিবি পুলিশের এসআই হেমায়েত হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৬ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।