মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই তরুণ নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 11:56 AM
Updated : 20 June 2017, 01:57 PM

মঙ্গলবার ভোরে উপজেলার খোশালপুর সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় ঘোনারমাঠে এ ঘটনা ঘটে বলে নেপা ইউনিয়নের খোশালপুর ওয়ার্ডের সদস্য প্রহ্লাদ হালদার জানান।

নিহতরা হলেন খোশালপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সোহেল (১৮) ও শ্যামকুড় গ্রামের কাওসার আলির ছেলে হারুন অর রশিদ (১৭)।

তবে ঘটনা শুনলেও পতাকা বৈঠকের আগে বিস্তারিত জানাতে পারছে না বিজিবি।

প্রহ্লাদ হালদার বলেন, “সকাল ৯টার দিকে জানতে পারি সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায়।”

সীমান্তের এপারে লোকজন জড়ো হয়ে দূর থেকে দেখছিল বলেও জানান তিনি।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে শূন্য রেখা পার হয়ে ওই দুই তরুণ ভারতের অভ্যন্তরে ঢোকেন। এ সময় ভারতের নদীয়া জেলার কুমারি বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তাদের লাশ কাঁটাতারের বেড়ার পাশে পড়ে ছিল বলেও জানায় স্থানীয়রা।

বিজিবির ঝিনাইদহ ৫৮ ব্যাটলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, “ঘটনা সম্পর্কে আপনারা যা শুনেছেন; আমিও তাই শুনেছি। পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে, বৈঠকের পরই বিস্তারিত বলতে পারব।”