সীমান্তের ওপারে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

নওগাঁর পোরশা উপজেলা সীমান্তের ওপার থেকে দুই বাংলদেশিকে আটক করেছে বিএসএফ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 11:37 AM
Updated : 20 June 2017, 11:37 AM

উপজেলার হাঁপানিয়া সীমান্তের দুয়ারপাল এলাকার ওপারে ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার দুপুরে জানান বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক।

এরা হলেন উপজেলার দুয়ারপাল গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মাইনুল ইসলাম (৩০) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিরুল ইসলাম (৩৫)।

নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে ১০/১২ জনের একটি দল গরু আনতে ভারতে যায়। ভোর রাতের গরু নিয়ে ফেরার পথে ২৩২ নম্বর মেইন পিলার থেকে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ৬০ বিএসএফ ক্যাদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।

“এ সময় অন্যরা পালিয়ে এলেও ওই দুইজনকে আটক করে বিএসএফ। পরে তাদেরকে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার হবিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ।”