টাঙ্গাইলে দুর্ঘটনায় বাস সুপারভাইজারের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কায় বাস সুপারভাইজারের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও ছয়জন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 08:03 AM
Updated : 20 June 2017, 10:21 AM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোওয়ারী জানান।    

নিহত ওই ব্যক্তি বাসের সুপারভাইজার বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি খলিলুর বলেন, ভোরে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের শিক্ষানবিশ সেনা সদস্যরা ঈদের ছুটি কাটাতে শ্যামলী পরিবহনের একটি বাসে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

“পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একইমুখী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হন। আহত হয় ছয় সেনা সদস্য।” 

ওসি বলেন, দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। এতে মহাসড়কের যানজটের সৃষ্টি হয়।

পরে হাইওয়ে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি সরালে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।