হবিগঞ্জে বাঁধে ফাটল, আতঙ্ক ছড়াচ্ছে খোয়াই

ভারি বৃষ্টিপাতে পানির চাপে হবিগঞ্জ শহররক্ষা বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে; বিভিন্ন এলাকার মানুষজন আসবাবপত্র নিয়ে ছুটছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 08:00 AM
Updated : 20 June 2017, 08:20 AM

জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, হবিগঞ্জ ও ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর বৃষ্টি হওয়ায় খোয়াই নদীর পানি দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে। এ কারণে বাঁধে ফাটল দেখা দিয়েছে।

খোয়াই নদীর পানি এখন বিপৎসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রশাসন বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহরের কামড়াপুর ব্রিজ, মাছুলিয়া, তেতৈয়া ব্রিজ, গোবিন্দপুর ও রামপুর পয়েন্টে গিয়ে বাঁধটি ঝুঁকিপূর্ণ দেখা গেছে। প্রশাসনের সহযোগিতায় স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় মাইকিং করে খোয়াই নদীর পাড়ের বসবাসকারী ও শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ভারতের খোয়াই মহকুমায় খোয়াই ব্যারেজের গেইট খুলে দেওয়ায় সেই পানি দ্রুতগতিতে বাংলাদেশে চলে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।