বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় একঘন্টা বিক্ষোভ করেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 03:45 PM
Updated : 19 June 2017, 03:45 PM

সোমবার উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান।

তিনি বলেন, ‘বি-ব্রাদার্স’ নামের একটি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করে।

এতে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে গার্মেন্টস কর্তৃপক্ষের আশ্বাসে উত্তেজিত শ্রমিকেরা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি ইসমাইল।

আব্দুল মতিন নামে এক শ্রমিক বলেন, ‘বি-ব্রাদার্স’ পোশাক কারখানায় প্রায় ৪ শতাধিক শ্রমিক কাজ করেন।

“গত নভেম্বরের বোনাস ও মে-জুন মাসের বেতন-ভাতা পরিশোধ করতে বিলম্বিত করছে কর্তৃপক্ষ। মালিকপক্ষকে বারবার পাওনা পরিশোধের জন্য তাগাদা দিলেও কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে শ্রমিকরা দুপুরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।”

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেতন-ভাতা ও বকেয়া পরিশোধে মালিকদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেয় বলে জানান মতিন।

বি-ব্রাদার্সের হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের আগামী ৪৮ ঘন্টার মধ্যেই সব বকেয়া পরিশোধ করা হবে।