গোবিন্দগঞ্জে সাঁওতাল তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমি থেকে উচ্ছেদ এক সাঁওতাল তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিনি কলের এক নিরাপত্তা প্রহরীসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 02:21 PM
Updated : 19 June 2017, 04:45 PM

সোমবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন বলে পিপি মহিবুল হক সরকার জানান।

আদালতের বিচারক রাশেদা সুলতানা এজাহার আমলে নিয়ে ওই তরুণীর জবানবন্দি গ্রহণ করে মঙ্গলবার আদেশের দিন রেখেছেন বলে জানান তিনি।

আসামিরা হলেন চিনিকলের নিরাপত্তা প্রহরী মাদারপুর গ্রামের হালিম শেখ (২৮), চিনিকলের জমির লিজ গ্রহীতা রুহুল আমিন (৩৫) ও আব্দুল লতিফ (৩৫)।

এজাহারের বরাত দিয়ে পিপি মহিবুল জানান, শনিবার সন্ধ্যায় ওই তরুণী সাঁওতাল পল্লীর মাদারপুর গ্রামে আশ্রয় নেওয়া সাঁওতাল পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণের জন্য তালিকা তৈরি করছিলেন।

“কাজ শেষে মাদারপুর থেকে হেঁটে জয়পুরপাড়া যাওয়ার সময় হালিম মিয়া, লতিফ ও রুহুল তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।”

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।