‘ডাকাত সন্দেহে’ আটক, থানার পথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক এক ব্যক্তি থানায় নেওয়ার পথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 09:33 AM
Updated : 19 June 2017, 09:42 AM

সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বলেন, রোববার গভীর রাতে বেড়তলা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

এ সময় সরাইল থানা পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

নিহত সেলিম মিয়া (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের তাজুল ইসলামের ছেলে।

ওসি রূপক কুমার সাংবাদিকদের বলেন, গভীর রাতে বেড়তলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীরা সেলিমকে ধরে পুলিশে খবর দেয়। পরে একদল পুলিশ বেড়তলা গ্রামে গিয়ে সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

“আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সহযোগীদের গুলিতে ঘটনাস্থলেই সেলিম নিহত হন এবং পুলিশের পাঁচ সদস্য আহত হন।”

পরে ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, আট রাউন্ড খালি কার্তুজ, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি গ্রিল কাটার ও চারটি বর্শা উদ্ধার করা হয় বলে ওসির ভাষ্য।

ওসি জানান, সেলিমের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আটটি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।