কুমিল্লায় পুলিশ ও ‘মাদক বিক্রেতা’ গোলাগুলি, আহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ‘মাদক বিক্রেতাদের’ সঙ্গে গোলাগুলিতে পুলিশের তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 06:13 AM
Updated : 19 June 2017, 06:13 AM

রোববার গভীর রাতে চান্দশী এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মঞ্জুরুল করিম জানান।

তিনি বলেন, ফেন্সিডিল বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল চান্দশী এলাকায় অভিযান চালালে ‘মাদক বিক্রেতারা’ গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

“পুলিশ ঘটনাস্থল থেকে আকতার হোসেন (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় ৭০০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে।”

গুলিবিদ্ধ ডিবি সদস্য এসআই আফজাল, কনস্টেবল কামালসহ তিন পুলিশ ও ‘মাদক বিক্রেতা’ আকতারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মঞ্জুরুল।  

আকতার হোসেন চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।