নিখোঁজ আ. লীগ নেতাকে বস্তা থেকে উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ এক আওয়ামী লীগ নেতাকে বস্তা থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 02:23 PM
Updated : 17 June 2017, 03:33 PM

শনিবার পৌরসভার বেড়াইদের চালা এলাকার শ্রীপুর টেক্সটাইল মিলের পাশ থেকে তাকে উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান।

উদ্ধার বদিউল আলম ভূইয়া (৬২) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ইলিয়াস ভূঁইয়ার ছেলে।

তিনি একই উপজেলার সরারচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসআই জামিল বলেন,শনিবার সকালে চালা গ্রামেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ডোবার পানিতে ফেলে রাখা মুখখোলা বস্তার ভেতর থেকে গোঙানির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“পুলিশ বস্তার ভেতর থেকে বদিউলকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।”

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বদিউলসাংবাদিকদের বলেন, ২০১৪ সালে তার এলাকার ২০ জন লোককে বিদেশ পাঠানোর জন্য ঢাকার আশকোনার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের সাগর খান নামে এক ব্যক্তিকে ৩৫ লাখ টাকা দেন।

“কিন্তু তিনি বিদেশ পাঠাতে ব্যর্থ হলেও টাকা ফেরতে নানা টালবাহানা করতে থাকেন। পরে নিজের জমি বিক্রি করে ২০ জনের টাকা ফেরত দেন।

“বৃহস্পতিবার টাকা নিতে আশকোনার অফিসে আসি এবং সন্ধ্যায় সাগর খানের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করার পর আর কিছু মনে নাই।”

তার ছেলে জাহাঙ্গীর আলম বলেন, “বৃহস্পতিবার সকালে এগারসিন্ধুর ট্রেনে করে ঢাকায় সাগর নামে এক ব্যক্তি সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন বাবা। সন্ধ্যার ট্রেনে বাড়ি ফেরার কথা বললেও বিকাল থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।”