নির্বাচন হালালের সার্টিফিকেট বিএনপি দিবে না: তথ্যমন্ত্রী

বিএনপি ছাড়া নির্বাচন হবে না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন হালালের সার্টিফিকেট বিএনপি দিবে না।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 02:18 PM
Updated : 17 June 2017, 02:18 PM

শনিবার কুষ্টিয়ায় দেশের সাম্প্রতিক রাজনীতি ও একাদশ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

বিএনপি ছাড়া যে আগামী নির্বাচন সম্ভব নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বুঝতে পেরেই ভোটে অংশ নেওয়ার ডাক দিয়েছেন বলে শনিবার রাজধানীতে এক সভায় মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসানুল হক ইনু বলেন, “বিএনপির যদি নির্বাচনে না আসে, তাহলে নির্বাচন হবে না এটি একটি অগণতান্ত্রিক কথা। তাদের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অতীতেও বানচাল হয়নি এখনও হবে না।

“নির্বাচন হালালের সার্টিফিকেট প্রদান করার ক্ষমতা বিএনপির নেই।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছু দিনের মধ্যে সহায়ক সরকারের রূপরেখা দেবেন রাজধানীর ওই সভায় জানান মির্জা ফখরুল।

মতবিনিময় সভায়  সভায় সহায়ক সরকার নিয়ে সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “কথা হল বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য নির্বাচন নয়। যেকোনো পন্থায় ক্ষমতায় যাওয়া।

“সাংবিধানিক সরকারের বিকল্প হিসেবে বিএনপির সহায়ক সরকারের প্রস্তাব অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক।তাদের এসব ফাঁকাবুলি ও হুমকি।”

এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী প্রমূখ।