যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যা: জড়িতদের গ্রেপ্তার দাবি পরিবারের

যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তাফিজুর রহমান সেন্টুর হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 12:47 PM
Updated : 20 June 2017, 01:22 PM

শনিবার জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহতের ভাই খালেকুজ্জামান।

মোস্তাফিজুর রহমানের (৪৮) বাড়ি জামালপুর জেলা সদরের পিয়ারপুরের জাগির মির্জাপুর গ্রামে। ডাইভারসিটি ভিসা-(ডিভি ) লটারিতে জয়ী হয়ে দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ ২০১০ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি।

এ বছরের ১৪ জুন ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড সিটিতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মোস্তাফিজুর রহমান সেন্টু।

সংবাদ সম্মেলনে ভাই খালেকুজ্জামান বলেন, “যুক্তরাষ্টে আমার ভাইকে মুখোশধারীরা গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে তার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রস্থ জামালপুর সমিতির সাবেক সভাপতি সালেহ শফিক গেন্দা, নিহতের অপর দুই ভাই আনোয়ার হোসেন ও আজহারুল হক।