ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 10:35 AM
Updated : 17 June 2017, 10:35 AM

শনিবার ভোরের দিকে উপজেলার পাকশী পেপার মিল এলাকায় এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জিহাদুল কবির।

নিহত কামাল হোসেন ভোলা ওরফে আলিয়া ভোলা (৪৫) শহরের লোকসেড ফতে মোহাম্মদপুর এলাকার মোহম্মদ আলীর ছেলে।

মাদক দ্রব্য আইনের মামলাসহ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহত কনস্টেবল মসিহার, উজ্জল, মানিক মিয়া, সালাম ও রাজিবুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাছাড়া ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, মাদকসহ কয়েকজন সহযোগী নিয়ে মোটর সাইকেলে করে ভোলা ওই এলাকা দিয়ে যাচ্ছিল। গোপন খবরে টহল পুলিশ তাদের থামতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করে।

“পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শুরু দুপক্ষের গোলাগুলিতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ভোলাকে আহত অবস্থায় আটক করা হয়।”

তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান এসপি জিহাদুল।

লাশ ময়নাতদন্তের জন্যে মরদেহ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে ভোলার ছোট ভাই তসলিম আলী টিটু বলেন, “ভাইয়ের কাছে কোনো মাদক পায়নি পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশ তার কাছে টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় তাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করেছে।”

আগে মাদকের ব্যবসা করলেও পুলিশ সুপার আলমগীর কবির তার ভাইকে আত্মসমর্পণ করানোর পর থেকে এই ব্যবসা ছেড়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি।