ভোলায় ২০ দোকান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন উপজেলায় মুদি, মনোহারি, ওষুধসহ বিভিন্ন মালপত্রের ২০টি দোকান আগুনে পুড়ে গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 07:28 AM
Updated : 17 June 2017, 07:33 AM

শনিবার ভোরে উপজেলা শহরের শরিফপাড়া ব্রিজ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবদুর রশিদ।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইলেকট্রিক পয়েন্ট নামের একটি দোকানে আগুন লেগে অল্পক্ষণেই ছড়িয়ে পড়ে। পরে চরফ্যাশন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

“ততক্ষণে বাজারের ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।”

চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, আগুনে মুদি দোকান, ফলমূল, মোবাইল সার্ভিসিং, ফার্মেসি, সেলুন, হার্ডওয়ার, ইলেক্টনিক সামগ্রীসহ মোট ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনোয়ার হোসেন, পৌরমেয়র বাদল কৃষণ দেবনাথসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।