সোনাগাজীতে বালু মহালে হামলা, আটক ৪

ফেনীর সোনাগাজী উপজেলায় একটি বালু মহালে হামলা চলিয়েছে একদল যুবক।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 01:25 PM
Updated : 16 June 2017, 01:35 PM

মুহুরী প্রজেক্ট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যাহ বলেন, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে মুহুরী প্রজেক্ট সংলগ্ন তার ভাতিজা নিয়ন্ত্রিত বালু মহালে ১১টি সিএনজি চালিত অটোরিকশায় আসা ৩০-৪০ জনের সশস্ত্র দুবৃর্ত্ত হামলা চালায়।

“স্থানীয় সন্ত্রাসী আইয়ুব নবী ফরহাদ ও ইফতেখারুল আলমের নেতৃত্বে হামলা চলাকালে মাটি কাটার তিনটি এস্কেভেটর মেশিন ভাংচুর ও বালু সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিক আপে অগ্নিসংযোগ করে তারা।”

খবর পেয়ে তার লোকজন ঘটনাস্থলে যেতে চাইলে দুবৃর্ত্তরা কয়েকটি হাতবোমার বিস্ফারণ ঘটায়। বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে জানান সাংসদ রহিম উল্যাহ।

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

পরে পুলিশ সোনাগাজী-ফেনী সড়কের ডাক বাংলা এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরিফুল ইসলাম (২০), দলিলুর রহমান (১৯), নেজাম উদ্দিন (২০) ও ওয়াসকুরুনী সুজনকে (২১) আটক করে। আটকরা সবাই সোনাপুর গ্রামের বাসিন্দা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে ইফতেখারুল ও ফরহাদ তাদের বিরুদ্ধে সাংসদের অভিযোগ অস্বীকার করেছেন।