সিরাজগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 07:56 PM
Updated : 15 June 2017, 07:56 PM

নিহত লাল চান মণ্ডল (৪০) উপজেলার কর্ণসূতি গ্রামের ঠাণ্ডু মণ্ডলের ছেলে বলে কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের বড়বাগড়া এলাকায় তার উপর হামলা হয় বলে জানান তিনি।

ওসি বাসুদেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

নিহতের বাবা ঠাণ্ডু মণ্ডল হাসপাতালে সাংবাদিকদের বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করা নিয়ে স্থানীয় সালাম ও তার শ্যালকের ছেলে বুদ্দুর মধ্যে দ্বন্ধ হয়।

“মাস দুয়েক আগে সালামের সমর্থকরা আমার ছেলে লাল চানকে মারপিট করে। পরে আমার ছেলের পক্ষের লোকরাও সালামের সমর্থকদের মারপিট করে।

“এ দ্বন্ধের জের ধরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে লাল চানকে একা পেয়ে সালাম, নয়ন ও নীরবসহ বেশ কয়েকজন মিলে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশের ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়।”

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসকরা লাল চানকে মৃত ঘোষণা করেন।