পাহাড়ে নিহত সেনাসদস্য শাহীনকে বগুড়ায় দাফন

রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহত সেনাসদস্য শাহীন আলম চঞ্চলের দাফন সম্পন্ন হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 01:26 PM
Updated : 15 June 2017, 01:26 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি থানার ওসি শওকত কবির এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার পাহাড় ধসে রাঙামাটি শহরের অদূরে মানিকছড়িতে নিহত চার সেনা সদস্য নিহত হন। এদের একজন হলেন শাহীন আলম চঞ্চল।

ওসি শওকত বলেন, বুধবার বিকাল ৩টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে মরদেহ আদমদীঘির নসরতপুর ডিগ্রি কলেজ মাঠে নামানোর জন্য প্রস্ততি গ্রহণ করা হয়। কিন্তু বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

মানিকছড়িতে ধস

“বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সড়ক পথে সেনা সদস্যদের সুসজ্জিত একটি দল শাহীনের লাশ নিয়ে আদমদিঘি উপজেলার নশরৎপুরের ধনতলা গ্রামে পৌঁছায়। পরে জানাযা শেষে ধনতলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।”

ধনতলা গ্রামের সরোয়ার্দীর একমাত্র ছেলে শাহীন আলম ওরফে চঞ্চল ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ২০১২ সালে পুলিশ সদস্য মোরশেদা খাতুন চমনকে বিয়ে করেন। তাদের আবু তাহা নামে ৫ বছরের এক ছেলে রয়েছে। মোরশেদা খাতুন বর্তমানে ময়মনসিংহে র‌্যাবে কর্মরত রয়েছেন।

চার ভাইবোনের মধ্যে শাহীন আলম দ্বিতীয় এবং একমাত্র ছেলে।