‘আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের’ গ্যাস পাইপসহ ট্রাক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস পাইপসহ তিনটি ট্রাক আটক করা হয়েছে; যা আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 12:10 PM
Updated : 15 June 2017, 12:10 PM

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার খড়িয়ালা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে পাইপ ভরতি ট্রাকসহ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

প্রতিটি ট্রাকে বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন উত্তর প্রকল্প কাজে ব্যবহৃত গ্যাস পাইপ রয়েছে, যা পাচারের জন্য নোয়াখালীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তিনি।

তবে আটক মালামালগুলো উত্তর প্রকল্পের নয় বলে দাবি করেছেন  প্রকল্প পরিচালক ক্ষীতিশ চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, “এ মালামাল এগ্রিকো পাওয়ার প্লান্টের বলে শুনেছি। এ মালামাল আমদের নয়।”

তকে এ বিষয়ে জানতে এগ্রিকোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়িনি।   

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ তিনটি ট্রাক আটক করে। পরে ট্রাকের চালকসহ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়।