বঙ্গবন্ধু সাফারি পার্কে জিরাফ পরিবারে নতুন অতিথি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জিরাফ পরিবারে এসেছে প্রথম নতুন অতিথি।

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 11:25 AM
Updated : 15 June 2017, 11:27 AM

সাফারী পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, মঙ্গলবার সকালে জন্ম নেওয়া জিরাফ শাবকটিকে একজন চিকিৎসকের সার্বক্ষণিক পরিচর্যায় রাখা হয়েছে।

“মায়ের দুধের পাশাপশি তাকে স্বাভাবিক খাবার গাজর, ছোলা, কলা, সবুজ ঘাস ছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন দেওয়া হচ্ছে। মা ও শাবক উভয়ই সুস্থ রয়েছে।”

নিরাপত্তার কথা বিবেচনা করে খাঁচায় কেউ প্রবেশ না করায় শাবকটি পুরুষ না মাদি তা নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান পরিদর্শক আনিসুর।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো.সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ ও ২০১৫ সাল পর্যন্ত সাফারি পার্কে চার দফায় দক্ষিণ অফ্রিকা থেকে ১২টি জিরাফ আনা হয়। ২০১৬ সালের মাঝামাঝি দুইটি ও চলতি বছরের ১৭ মে দুইটিসহ মোট চারটি জিরাফ অসুস্থ হয়ে মারা যায়।

নতুন শাবকটি ছাড়া পার্কে তিনটি পুরুষ এবং পাঁচটি মাদি জিরাফ রয়েছে বলে জানান তিনি।