সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১৩ নারী কর্মী আটক

সাতক্ষীরার তালায় উগ্র মতবাদের বইসহ ১৩ নারীকে আটক করা হয়েছে; যারা জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।     

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 10:41 AM
Updated : 15 June 2017, 12:12 PM

বালিয়াদহ গ্রামের স্থানীয় মাজেদ গাজীর বাড়ি থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান।

আটকৃতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মাগুরা ইউনিয়ন জামায়াতের সভানেত্রী বালিয়াদহ গ্রামের গোলদার হাবিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৩৫), জোহর আলী গোলদারের স্ত্রী সুফিয়া বেগম (৬৫), মাজেদ গাজীর স্ত্রী রাহাতুন সুলতানা (৩৫), শরিফুল সরদারের স্ত্রী আনোয়ারা বেগম (৩০), ওছমান বিশ্বাসের স্ত্রী মর্জিনা বেগম (২৮), শহিদুল রহমানের স্ত্রী মাছুমা বেগম (৩৫), ইসমাইল বিশ্বাসের স্ত্রী শেফালী বেগম (৩০),আজিরব মহলদারের স্ত্রী মারুফা বেগম (৩০),মুছুর সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৩০), নেয়ামত মল্লিকের স্ত্রী শিরিনা খাতুন (৫০) ও আলিম সরদারের স্ত্রী ডলিবিবি (৪০)।

বাকি দুই জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।     

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি হাসান বলেন, “নাশকতার  পরিকল্পনা করতে তারা ওই বাড়িতে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।” 

তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।