কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 09:00 AM
Updated : 14 June 2017, 09:00 AM

নিহত কমলা (২৫) উপজেলার পোড়াদহ গ্রামের মানিকের স্ত্রী ও বুরাপাড়া গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।

সেকেন্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক তার মেয়েকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন।

“সোমবার দুপুরে মানিক, তার বাবা জুলহক, মা শাহানারা, ভাই তোতা ও বোন কুসুম আমার মেয়ে কমলাকে বাড়ির ছাদে নিয়ে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালায়।”

কমলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তার অভিযোগ।

এ ঘটনায় মিরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে মানিক, জুলহক, শাহানারা, তোতা ও কুসুম পলাতক রয়েছে বলে জানিয়েছেন এসআই মাজাহারুল ইসলাম। 

লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে দাফন করা হয়েছে।