গ্রাম পুলিশকে ‘মারধর’, মামলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগে গ্রাম পুলিশের এক সদস্য মামলা করেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 08:40 AM
Updated : 14 June 2017, 02:04 PM

শ্রীপুর থানার এএসআই জয়নাল আবেদীন জানান, গ্রাম পুলিশের সদস্য নিতাই গৌর বাদী হয়ে (৪৮) মঙ্গলবার রাতে মামলাটি করেন।

মামলার আসামি জাহাঙ্গীর আলম খোকন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নিতাইয়ের বাড়ি ওই ইউনিয়নের শিরিশগুরি গ্রামে।

মামলায় বলা হয়, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ গত ৭ জুন শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও গুচ্ছ গ্রাম পরিদর্শনে যান।

এ সময় গ্রাম পুলিশকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বক্তব্য দেন নিতাই।

বিভাগীয় কমিশনার চলে যাওয়ার পর ওই দিনই নিতাইকে পরিষদে অবরুদ্ধ করে লাঠিপেটা করেন জাহাঙ্গীর।

পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন কাজে নিতাইকে নিয়মিত পাওয়া যায় না, এজন্য তাকে শাসন করেছি মাত্র।”

পাশাপাশি মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “পুলিশ তদন্ত করে দেখুক”।

নিতাইয়ের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানান।   

তিনি বলেন, মামলায় শুধু চেয়ারম্যান জাহাঙ্গীরকে আসামি করা রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর থানার ওসি মো.আসাদুজ্জামান জানান, “নিতাই তার শরীরের মারধরের চিহ্ন দেখিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি শুধু চেয়ারম্যানকে আসামি করেই মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ”