গাজীপুরে লাইন ভেঙে দুর্ঘটনায় মালগাড়ি

গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল কলেজগেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 04:26 AM
Updated : 14 June 2017, 12:23 PM

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বুধবার ভোর সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনায় পড়ে। তবে এতে কোনো রুটে ট্রেন চলাচল বন্ধ হয়নি।

পুবাইল রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুবাইল স্টেশনের ১ নম্বর লুপলাইনে ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে ট্রেন চলার কথা।

“সেখানে মালবাহী এ ট্রেনটির গতি ছিল ৫০ কিলোমিটারের বেশি। ট্রেনটি অতিরিক্ত গতিতে চলার কারণে দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

দুর্ঘটনায় ঢাকামুখী লাইন ক্ষতিগ্রস্ত হলেও চট্টগ্রামমুখী লাইন দিয়ে সব ট্রেন পার করা হচ্ছে বলে তিনি জানান।

দুর্ঘটনায় প্রায় ৩০ ফুট লুপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার শেষে ক্ষতিগ্রস্ত লুপলাইন মেরামত করা হবে।