শ্রীনগরে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোলাবারুদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2017, 07:37 AM
Updated : 13 June 2017, 07:37 AM

সোমবার রাতে এ অভিযান চালানোর খবর র‌্যাব-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - উপজেলার কাদুরগাঁও এলাকার শেখ আয়নুল হকের ছেলে ওয়াসিম আহম্মেদ স্বপন (৩৫), রঘুনাথপুর এলাকার সেলিম হোসেন সেকান্দারের ছেলে আলামিন হোসেন (৩৩), উত্তর কামারগাঁও এলাকার শেখ তোতা মিয়ার ছেলে মো. আজিবর মিয়া (৩৮) ও মধ্য কামারগাঁও এলাকার মতিউর রহমানের ছেলে মো. মনির হোসেন (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১১-এর মুন্সিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে স্বপন ও আলামিনকে গ্রেপ্তার করে। আর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও একটি হরিণের চামড়াসহ ‘অস্ত্র বিক্রির’ ৪ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

পরে একই উপজেলার উত্তর কামারগাঁও এলাকার আজিবরের চারতলা বাড়িতে অভিযান চালিয়ে আজিবর ও মনিরকে গ্রেপ্তার করা হয়। এ বাড়ি থেকে ৬৬৫ বোতল ফেন্সিডিল ও ‘মাদক বিক্রির’ ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।