রংপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

মাদকের মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 10:41 AM
Updated : 12 June 2017, 10:41 AM

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রহিমা বেগম (৫৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।  তিনি আদালতে উপস্থিত ছিলেন।  

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আখাতারুজ্জামান পলাশ জানান।

মামলার নথিতে বলা হয়, দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ২০১৫ সালের ২১ মে বিকালে পীরগঞ্জে ফেনসিডিল বিক্রি করতে আসেন রহিমা।

গোপনে খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পাঁচ লিটার  ফেনসিডিলসহ রহিমাকে আটক করে পুলিশ।

ওইদিনই পীরগঞ্জ থানার এসআই দীনেশ চন্দ্র তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। 

তদন্ত শেষে পীরগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম সিদ্দিকী একই বছরের ৩০ সেপ্টেম্বর রহিমার বিরুদ্ধে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।