কুষ্টিয়ায় ছিনতাই মামলার ২ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গ্রামীণফোনের এজেন্টের টাকা ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 08:47 AM
Updated : 12 June 2017, 08:48 AM

তারা হলেন - উপজেলার আল্লারদর্গা বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে আলীরাজ (৩০) ও চামনাই গ্রামের আব্দুলের ছেলে ইদ্রিস (৩৭)।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, গত ১ জুন সকালে আল্লারদর্গা বাজার এলাকায় একটি বাসের মধ্যে ফ্লেক্সিলোড এজেন্টের প্রতিনিধি মাহবুব হোসেনের ১০ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগে দৌলতপুর থানায় ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়।

“রোববার রাতে আলীরাজ ও ইদ্রিসকে ওই বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা অপরাধ স্বীকার করেন। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।”

মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে বলে জানিয়েছেন এসআই শাহাদত।