টাঙ্গাইলে ‘পেট্রোল বোমাসহ’ শিবিরের ২৯ নেতাকর্মী আটক

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ২৯ নেতা-কর্মীকে বোমাসহ আটকের খবর দিয়েছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 06:33 AM
Updated : 12 June 2017, 06:33 AM

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদকও রয়েছেন তাদের মধ্যে।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্তোষ সেনা বাজারের হাফিজুর রহমানের বাড়িতে সংগঠনটির অনেক নেতা-কর্মী ভাড়া থাকতেন।

“রোববার রাত ৯টার দিকে পুলিশের কাছে খবর আসে সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য গোপন বৈঠক চলছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ নেতা-কর্মীকে আটক করে। এ সময় তাদের কাছে সাতটি পেট্রোলবোমা ও আটটি হাতবোমাসহ জিহাদি বই পাওয়া যায়।”

তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি নাজমুল।