মেহেরপুরে ১২ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ‘দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির পর’ একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 03:18 AM
Updated : 12 June 2017, 03:43 AM

জেলার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানান, রোববার রাত সোয়া ২টার দিকে মোনাখালী কোমরগর্ত মাঠের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক মজির বাড়ি উপজেলার যতারপুর গ্রামে।

পুলিশ কর্মকর্তা আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় বলে খবর আসে। পুলিশের তিনটি দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

“পরে এলাকার মানুষের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।”

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি কার্তুজের খোসা, চারটি কার্তুজ ও তিনটি বোমাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “নিহত মজিবুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার নামে জেলার তিন থানায় ১২টি মামলা রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।